ফেনী প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার
সোনাগাজীতে ৫৪ হাজার মিটার জাল জব্দ
ফেনীর সোনাগাজীর বড় ফেনী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অভিযোগে ৫৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় বড় ফেনী নদীতে এ অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায, বড় ফেনী নদীতে অভিযান পরিচালনা করার সময় ৪২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এর আগে শুক্রবার গভীর রাতেও মাছ ধরার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যান অপরাধীরা। তাদের ফেলে যাওয়া কারেন্ট জাল ও বেশ কিছু মাছ জব্দ করা হয় নদীর তীর থেকে। পরে জব্দ করা মাছগুলো নদীতে অবমুক্ত করা হয় এবং সব জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ নিয়ে গত এক সপ্তাহে বড় ফেনী নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৩২ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তারা।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার, সহকারী কর্মকর্তা বিজয় কুমারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তায় করেন।