reporterঅনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর, ২০২৪

দুদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

ভারত সীমান্তে নিহত বাংলাদেশি যুবক রেজাউল করিমের (২৭) মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বিজয়পুর সীমান্ত দিয়ে জেলা পুলিশের মাধ্যমে লাশ হস্তান্তর করে বিএসএফ। এ সময় রেজাউল করিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।

নিহত রেজাউল করিম শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নেত্রকোনার ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ৩১ বিজিবির অধীনস্থ মুন্সিপাড়া বিওপির ময়মনসিংহের ধোবাউরা উপজেলার দীগলবাঘ এলাকায় সীমান্ত পিলারের কাছ দিয়ে ৭ বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। তখন ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া দিলে ছয়জন পালাতে পারেন। এ সময় রেজাউল করিম কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। ভারতে লাশের ময়নাতদন্তের পর শনিবার বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

পরে জেলার দুর্গাপুর থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত করে ওই ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close