সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে দলিল লেখক সমিতি
সাব-রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের অপসারণের দাবিতে সীতাকুণ্ড দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন করেছেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই দাবী জানান ।
তারা জানান রায়হান হাবীব দলিল লেখকগণকে প্রত্যেকটা দলিলে বিভিন্ন অযুহাতে আইন দেখিয়ে মোটা অংকের ঘুষ দাবী করেন। দলিল লেখকগণ তার দাবী পুরণে অসম্মতি জানাইলে তিনি (রায়হান হাবীব) বলেন ৮০ লক্ষ টাকা ঘুষ দিয়ে এখানে এসেছি আমি যেটা বলি সেটাই করতে হবে। আমার কাছে পূর্বের কোন সাব-রেজিস্ট্রারের উদাহরণ দিবেননা বলে হুমকি দেন তিনি। তার এই অপকর্ম জেলা সাব-রেজিস্ট্রার অবগত হলে তিনি রায়হান হাবীবকে নিয়ে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাথে একটা সুরাহা বৈঠকের উদ্যোগ নেন । সেই বৈঠকে জেলা সাব-রেজিস্ট্রার মহোদয় সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিস্ট্রারকে কোন ঘুষ না দিতে নির্দেশ দেন এবং তাঁর ঘুষ বানিজ্যের একমাত্র সহোচর ঝাড়ুদার ইয়াকুবকে অফিস থেকে বের করে দেন। এর পর কিছুদিন তিনি ভালো ভাবে কাজকর্ম করলেও চাহীদা মোতাবেক ঘুষের টাকা না পেয়ে এবং ইয়াকুবকে হারিয়ে আবারও তিনি খারাপ আচরণ শুরু করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তারা আরো জানান গত ৫ আগষ্টের পর একটু চুপ থাকলেও পুনরায় তিনি পূর্বের রুপে ফিরে আসেন। ওয়ারিশ সনদ দিয়ে দলিল করলে, প্রকাশ নাম থাকলে , খাজনার দাখিলায় আবাসিক থাকলে, পাওয়ার দিয়ে আংশিক বিক্রি করলে ও পুরাতন আম মোক্তার নামা দ্বারা দলিল সম্পাদন করলে ইচ্ছামত ঘুষ দাবী করেন তিনি।
সর্বশেষ গত ৭ অক্টোবর দলিল লেখক মো হারুন অর রশিদকে সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব হেনস্তা করেন । হারুন চাহীদা মোতাবেক ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে মিথ্যা অযুহাত দেখিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন এবং তার লাইসেন্স বাতিল করার হুমকি দেন। এই ঘটনায় দলিল লেখক সমিতি গত ২১অক্টোবর তার অপসারণ চেয়ে মানব বন্ধন করেন এবং আজ পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালন করে আসছেন। সংবাদ সম্মেলনে ঘুষ দুর্নীতি মুক্ত করতে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবকে অপসারণে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন,সভাপতি রফিক উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক কামাল উদ্সদিন, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম,এছাড়া আরো উপস্থিত ছিলেন বেলাল আহমেদ,ফারুক হোসেন,সাখাওয়াত হোসেন সাহেদ,মোস্তাকিজুল হাকিম,জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন,মোঃ সুজন, নিপুন কুমার সেন,মোহাম্মাদ হেলাল, প্রমূখ।