সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সদ্য বিলুপ্ত উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ২০১২ সালের নিমগাছী এলাকায় একটি মারধরের ঘটনায় গত ১৯ অক্টোবর জিন্নাহ নামে এক বিএনপি নেতা বাদী হয়ে মাইকেলসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সদর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় ওই মামলার আসামি মাইকেলকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ০৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিস ও প্রেসক্লাবে হামলার ঘটনায় আহত জাহিদুল দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের রহমতগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
পিডিএস/এমএইউ