ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০২৪

ভালুকায় তিনদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করে বন বিভাগ ও উপজেলা প্রশাসন।  ছবি : প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে এ মেলার উদ্বোধন করা হয়। বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ ভাবে এই মেলার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ।

হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা রেঞ্জ অফিসার হারুন অর রশিদ খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ২৩ অক্টোবর এই বৃক্ষমেলা শেষ হবে।

মেলায় বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলজও, বনজ, ঔষধী ও আর্নামেন্টাল গাছ নিয়ে স্টল বসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান বক্তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,বৃক্ষমেলা,বন বিভাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close