তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

তাড়াশে বিএন‌পি'র দুই প‌ক্ষের সংঘর্ষে আহত ১৫

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে গ্রাম উন্নয়ন ক‌মি‌টি গঠন করা‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পি'র দুই প‌ক্ষের সংঘর্ষে আহত হ‌য়ে‌ছে অনন্ত ১৫ জন।

শ‌নিবার (১৯ অ‌ক্টোবর) সকালে এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে, তাড়াশ উপ‌জেলার মাগুড়া‌বি‌নোদ ইউ‌নিয়‌নের মান্নান নগর বাজার এলাকায়।

এলাকাবাসী সূ‌ত্রে জানা যায়, হামকু‌ড়িয়া গ্রা‌মের গ্রাম উন্নয়ন ক‌মি‌টি গঠন করা‌কে কেন্দ্র ক‌রে মাগুড়া‌বি‌নোদ ইউ‌নিয়‌নের ৬ নং ওয়ার্ড বিএন‌পি'র সভাপ‌তি আব্দুল খা‌লেক ও আড়াশ উপ‌জেলা বিএন‌পি'র সদস‌্য শ‌হিদুল ইসলাম মোল্লার ম‌ধ্যে দ্বন্দ্ব ছ‌ড়ি‌য়ে প‌রে।

এরই জের ধ‌রে উভয় পক্ষ মান্নান নগর বাজা‌রে সংঘ‌র্ষে জ‌রি‌য়ে প‌রে। সংঘ‌র্ষে মোতা‌লেব হো‌সেন, আব্দুল র‌শিদ, সাইফুল ইসলাম, র‌ফিকুল ইসলাম, মাহতাব আলী, মহশীন, শিবলু, আব্দুল বা‌রিক, তছ‌লিম,আব্দুর রাজ্জাকসহ হামকু‌রিয়া গ্রা‌মের অনন্ত ১৫ জন গুরতর আহত হন। এ‌দের ম‌ধ্যে আব্দুর র‌শিদ ও মাহতাব আলী‌র অবস্থা আশঙ্কা জনক।

এ ব্যপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হো‌সেন ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়োন করে পরি‌স্থি‌তি নিয়‌ন্ত্রনে আনা হ‌য়ে‌ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগ‌ঞ্জ,বিএন‌পি,সংঘর্ষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close