বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

বাবুগঞ্জে সিএনজির ধাক্কায় নারী পথচারী নিহত

ছবি : প্রতিদিনের সংবাদ

বরিশালের বাবুগঞ্জে সিএনজির ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধা ৬ টায় দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের উপজেলার মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা সিএনজিটি জব্দ করে পুলিশকে খবর দেন। নিহত শিউলি বেগম (৪৫) বানারীপাড়া উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে বীরমহল গ্রামের জসিম মুন্সির স্ত্রী। তিনি তার অসুস্থ চাচাকে দেখতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে আসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধার দিকে শিউলি বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা বানারীপাড়াগামী একটি সিএনজি (বরিশাল মেট্রো-ঘ ১১-১৭৮৪) ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ওই পথচারী নারী রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছেন তদন্ত করে ব্যস্থতা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাবুগঞ্জ,সিএনজির ধাক্কা,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close