রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে সাবেক পৌর কাউন্সিলরের সংবাদ সম্মেলন
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮ নম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজউর রহীম আজম হয়রানীমূলক ভিত্তিহীণ মিথ্যা মামলায় জড়ানোর অভিজোগে সংবাদ সন্মেলন কর করা হয়েছে ।
তিনি অভিযোগ করেছেন অস্ট্রেলীয়া প্রবাসী তার এক আত্মিয়ের জায়গা ফোরকান প্রকাশ রুবেল নামের একজন জোড় করে নিচ্ছেন এমন সংবাদে ঘটনাস্থলে তদন্ত করতে গেলে জবরদখলকারী তার নামে হয়রানীমূলক ভিত্তিহীণ মিথ্যা মামলা দেন।
সাবেক এই কাউন্সিলর সংবাদ সন্মেলন করে বলেন তিনি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। এ কারণে স্বৈরচার আওয়ামীলীগ সরকারের আমলে তাকে ১৭ সাল থেকে চলতি বছরের ৫ আগস্টের পূর্ব সময় পর্যন্ত নির্বাসীত জীবন যাপনে করতে হয়েছে। আমার মা মারা গেলেও তার মুখটি শেষবারের মত দেখতে বাড়িতে আসতে পারেনি আওয়ামী স্বৈরচারের দোসর সন্ত্রাসীদের কারণে।
ওই সময় এলাকার বাইরে থাকলেও আমাকে বার বার মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসলে আবারও এলাকায় ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীদের দোসর জায়গা জবরদখলকারী প্রবাসী ফোরকান আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় মামলা দিয়েছে।
নগরের একটি হোটেলে গত ১৬ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন মিথ্যা মামলা দায়েরকারী যেখানে রুবেলকে মারধরের অভিযোগ করা হয়েছে সেখানে সিসি ক্যমেরা রয়েছে, যখন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তখন আমি নির্বাচনী কর্মকর্তার অফিসে আমার ছেলের আইডি বিষয়ে কথা বলছিলাম। ওই ক্যামেরার ধারণ করা ফুটেজ পরীক্ষা করে দেখলে জবর দখলকারীর মিথ্যাচারের প্রমান পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাহেদ আলম, দিদারুল আলম, আবু তাহের, জাকের হোসেন, শফিকুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আরমান, মোহাম্মদ হোসেন কোম্পানী, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, সাইফুল ইসলাম শুভ, তৈয়ব সোলতান, সোহেল মানিক প্রমুখ।