মানিকগঞ্জ প্রতিনিধি
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫
মানিকগঞ্জ সদর উপজেলায় বালু ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীসহ পাঁচজনকে কুপিয়ে জখমের ঘটনায় ছাত্রদলের সাবেক পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা সদর থানায় একটি মামলা করেন বালু ব্যবসায়ী সোহাগ মিয়া। এর আগে, বুধবার বিকেল (১৬ অক্টোবর) থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দফায় দফায় মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ও হরিরামপুর উপজেলার বলড়া বাজারে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু ও স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা নজরুল ইসলাম, রনি মিয়া, তুহিন মিয়া ও সুমন মিয়া। আহতরা হলেন, ইব্রাহিম আহমদে, জয়নাল আবেদিন, সালমান হোসেন, ই্উসুফ আলী ও সায়মন হোসেন।
এজহারপত্রে জানা গেছে, বালু ব্যবসায়কে কেন্দ্র করে বুধবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মালাকার মোড়ে বালু ব্যবসায়ী সোহাগ মিয়ার সঙ্গে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, রনি মিয়া, বুলবুল ও সুমন মিয়ার কথা কাটাকাটি হয়। পরে সোহাগের লোকজন আনোয়ার হোসেন ও রনি মিয়াসহ কয়েকজনকে মারধর করেন। মারধরের ঘটনায় বুধবার রাতে আনোয়ার ও তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ভাড়ারিয়া বাজারে হামলা চালায়। এবং হামলায় বালু ব্যবসায়ী পাঁচজন আহত হয়। এসময় ভাড়ারিয়া বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন আনোয়ার ও তার লোকজন।
মামলার বাদি সোহাগ মিয়া জানান, সদর উপজেলার বালিরটেক সেতুর এলাকায় কালীগঙ্গা নদীর পারে ভলগেট থেকে বালু আনলোড করার সময় ড্রেজারে গিয়ে চাঁদা দাবি করেন আনোয়ার, রনি মিয়া ও সুমন মিয়াসহ বেশ কয়েকজন। পরে চাঁদা না দেওয়ায় ড্রেজার মেশিনের হ্যান্ডেল নিয়ে যায় তারা। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু হঠাৎ করে আনোয়ার আনুর নেতৃত্বে তার লোকজন রাতে ভাড়ারিয়া বাজারে তাদের লোকজনের ওপর হামলা চালায়। পরে এঘটনায় বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেছি।
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে যৌথ বাহিনীসহ মানিকগঞ্জ সদর ও হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। হামলায় জড়িত থাকায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বালু ব্যবসায়ী সোহাগ মিয়া মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।