ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০২৪

ঢাকার ধামরাই

ইউএনওর গাড়িতে টাকার বান্ডিল পুড়ে যাওয়ার ছবি ভাইরাল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এই সংবাদ ছড়িয়ে পড়লে ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবন ও গাড়িসহ উপজেলা পরিষদে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় উপজেলা পরিষদের মাঠে পোড়া টাকার ছড়াছড়ি ও গাড়িতে থাকা টাকার বান্ডিল পুড়ে যাওয়ার একটি ছবি সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, কয়েকজন যুবক পোড়া টাকার বান্ডিল হাতি নিয়ে দাঁড়িয়ে আছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে সামাজিক যোগাযোগ ফেসবুক, টুইটার ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফরমে ছবিটি ছড়িয়ে পড়ে। তবে ছবিটি ঠিক কবে তোলা, তা এখনো জানা যায়নি। এই পোড়া টাকা নিয়ে ফেসবুকে বিভিন্ন লোকের মতামতে দেখা যায়, ইউএনওর গাড়িতে টাকাগুলো ছিল। সেখানে টাকার পরিমাণ বলা হয়েছে ৬০ লাখ।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কয়েকজন যুবক টাকা পোড়ার বান্ডিলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের সামনে পোড়া টাকার বান্ডিল দেখতে সাধারণ মানুষ ভিড় করছেন। ৫০০ টাকার বান্ডিলই বেশি। এছাড়া উপজেলা পরিষদের মাঠের বিভিন্ন জায়গায়ও ৫০০ টাকার পোড়া নোট দেখতে পান তারা।

গা ঢাকা দেওয়ার কিছু দিন পর ধামরাইতে ফিরে আসেন উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন। পরে তাকে ধামরাই থেকে কিশোরগঞ্জ জেলা মিঠামইন বদলি করা হয়। এই বিষয়ে তার সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

ঢাকা জেলা প্রশাসক মো. তানভীর আহমেদ বলেন, উপজেলা পরিষদের ইউএনওর গাড়ি থেকে পোড়া টাকা পাওয়ার বিষয়টি জেনেছি। থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধামরাই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close