উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০২৪

উল্লাপাড়ায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ১৫৪৩০ কৃষক

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি অফিস থেকে কৃষি প্রণোদনায় ১৫ হাজার ৪৩০ কৃষক বিনামূল্যে সরিষাসহ নানা ফসলের বীজ ও রাসায়নিক সার পেয়েছেন।

উপজেলা পরিষদ চত্বর থেকে গত তিন দিনে ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচী প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সূমী, কৃষিবিদ আসয়াদ বিন খলিল রাহাত প্রমুখ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সূমী বলেন প্রতিজন কৃষককে এক কেজি করে সরিষা বীজ এবং রাসায়নিক সার এমওপি ১০ কেজি ও ডিএপি ১০ কেজি করে দেওয়া হচ্ছে। এছাড়া নানা ফসলের বীজ বিতরণ করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উল্লাপাড়া,সিরাজগঞ্জ,বীজ,সার,কৃষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close