কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জ

টাকা তোলা নিয়ে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

ছবি: প্রতিদিনের সংবাদ

টাকা তোলা নিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়ভাবে ভাইরাল হয়। এর আগে, বুধবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সীমান্ত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা বাজারে টাকা তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কালীগঞ্জে বসবাসকারী তৃতীয় লিঙ্গের একটি দল গত বুধবার বিকেলে টাকা তোলার জন্য পার্শ্ববর্তী রূপগঞ্জের কলিঙ্গা বাজারে যায়। এ সময় রূপগঞ্জ উপজেলায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ কাজলী ও খাইরুনের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের মারামারিতে অন্তত ১২ জন আহত হয়। আহত একজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলিঙ্গা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রাত্রী হিজড়া দল ও কাজলী হিজড়া দলের যন্ত্রণায় ব্যবসায়িরা খুবই বিরক্ত। বিষয়টি নিয়ে প্রশাসন যদি নজর দিলে হয়তো ব্যবসায়িরা ভালোভাবে ব্যবসা করতে পারবে।

আহত সন্ধ্যা হিজড়া জানায়, কালীগঞ্জে বসবাসকারী হিজড়ারা শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের এলাকায় টাকা-পয়সা উঠিয়ে চলে। নদীর পূর্ব পাশের এলাকার হিজড়া কাজলী ও খাইরুনের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কালীগঞ্জের রাত্রী, খুকিসহ ১০ জন হিজড়া আহত হয়েছে। ওই পক্ষের কাজলী ও খাইরু নামে দুইজন হিজড়া আহত হয়েছে। তবে থানায় অভিযোগ করবে না তারা। দুই পক্ষই হিজড়া আলোচনা করে মিমাংসা করবে।

এদিকে রূপগঞ্জ হিজড়া দলের কাজলী ও খায়রুন তাদের ব্যবহৃত মুঠোফোনে ফোন করলেও তাদের পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ওসি লিয়াতক আলী এবং কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুরের কালীগঞ্জ,তৃতীয় লিঙ্গ,শীতলক্ষ্যা নদী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close