শালিখা (মাগুরা) প্রতিনিধি
শিক্ষার্থীকে স্বপ্নের সমান বড় করা শিক্ষকের অন্যতম দায়িত্ব : হাসিনা
মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা শিশুকে বিদ্যা দান করে আদর্শ মানুষে পরিণত করে। তাই শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থানের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ শিক্ষকদের উন্নতি না হলে দেশ তথা বিশ্বের উন্নতি সম্ভব না।
শনিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শালিখা স্কুল অ্যান্ড কলেজে র্যালি পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসিনা মমতাজ বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা বৃদ্ধি করতে শিক্ষকদের হাল ধরতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা বৃদ্ধি করতে হবে। স্বপ্নের সমান বড় হতে একজন শিক্ষার্থীকে সহযোগিতা করতে হবে। তাহলেই আজকের বাংলাদেশ আগামী দিনে সোনার বাংলাদেশে পরিণত হবে।
শিক্ষকদের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আফছার উদ্দিন, শালিখা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, আড়পাড়া ডিগ্রি কলেজের সভাপতি মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অরুণ চক্রবর্তী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলাম ও শতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লিটন হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজী শফিউল আলম বলেন, শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নামা এটি আমাদের জন্য লজ্জার একটি বিষয়। তাই আমি চাইবো শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে হবে বলেও জানান তিনি।
পিডিএস/জেডকে