হামিদ রনি

  ০৪ অক্টোবর, ২০২৪

১ অক্টোবর থেকে মাস ব্যাপী লায়ন্সের সেবা মাস শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অক্টোবর সেবা মাসের কার্যক্রম। তারই অংশ হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি১ এর অক্টোবর সেবা মাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় জমকালো আয়োজন এবং আনন্দঘন পরিবেশে ক্লাবের গভর্ণর ও সদস্যদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে পায়রা ও বেলুন উড়িয়ে সেবা মাসের শুভ উদ্বোধন করা হয়।

এরপর জেলা ৩১৫ বি-১ এর গভর্নর মোঃ আশরাফ হোসেন খান হীরা পুরো অক্টোবর সেবা মাসের কর্ম পরিকল্পনা ঘোষণা করেন। এসময় বিশাল র‌্যালি, ব্যান্ড পার্টি সহ নানান রঙে সেজে লায়ন্স ক্লাবের সদস্যরা টিএসসি থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে জেলা ৩১৫ বি-১ এর বিভিন্ন ক্লাব, লিও ক্লাব, লায়ন্স ক্লাবের সদস্যরা অংশগ্রহন করে। এছাড়াও ব্লাড ডোনেশন সহ আরও বেশকিছু কার্যক্রম চলে তাদের। পরবর্তীতে পুরো মাসব্যাপী নানারকম সামাজিক কর্মকান্ড গুলো চলামান থাকবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ বি-১ এর গর্বিত লায়ন্স সদস্য নাজমুল হক আইডি এন্ডোরসি, গ্যাট এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, জেলা ৩১৫ বি-১ এর গভর্নর মোঃ আশরাফ হোসেন খান হীরা, ভাইস জেলা গভর্ণর, ২য় ভাইস জেলা গভর্ণর সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা ৩১৫ বি-১ এরজেলা গভর্নর মোঃ আশরাফ হোসেন খান হীরা বলেন, আমরা পুরো বছরই সেবা কার্যক্রম পরিচালনা করি। তবে অক্টোবর সেবা মাস হিসেবে বিশ্বের লায়নিজমে স্বীকৃত। তাই এই মাসে আমরা সবচেয়ে বেশি কাজ করি। এক একটি ক্লাব একাধিক সার্ভিস প্রোগ্রাম করে থাকে। প্রতিদিন ৩/৪টি ক্লাবও বড় পরিসরে সেবার দ্বার উন্মুক্ত করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লায়ন্স ইন্টারন্যাশনাল,লায়ন্স ক্লাব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close