অনলাইন ডেস্ক
০৩ অক্টোবর, ২০২৪
অনলাইনে ২৬ হাজারে বিক্রি হলো তিন ইলিশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনা নদীতে আবদুল হাই হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ছয় কেজি ওজনের তিনটি বড় ইলিশ মাছ। প্রবাসী এক ক্রেতা মাছ তিনটি অনলাইনে পাইকারের কাছ থেকে ২৬ হাজার টাকায় কিনে নিয়েছেন বলে জানা গেছে।
বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাটে অনলাইনে মাছ তিনটি কিনে নেন বগুড়ার ওই ক্রেতা।
জানা গেছে, বুধবার দুপুরের পর জেলে আবদুল হাই হালদার তার দলবল নিয়ে পদ্মা-যমুনা নদীতে মাছ শিকারে বের হলে বিকেলের দিকে তাদের জালে তিনটি বড় সাইজের ইলিশ মাছ আটকা পড়ে। তারা সন্ধ্যার আগমুহূর্তে মাছ তিনটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে এসে ওজন দিয়ে দেখেন ৬ কেজি ৫০০ গ্রাম। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জেলে আবদুল হাইয়ের কাছ থেকে সরাসরি মাছগুলো ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন