মারুফ আহমেদ : কুমিল্লা

  ০২ অক্টোবর, ২০২৪

তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে; এটিএম মিজানুর রহমান

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে বিএনপির জনসভায় এটিএম মিজানুর রহমান বলেছেন, 'এদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানের নেতৃত্বে এ দেশ উন্নত হবে। মঙ্গলবার (২ অক্টোবর ২০২৪) হরিণধরা বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেছেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এটি এম মিজানুর রহমান। এসময় তিনি আরো বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ময়নামতিকে উপজেলায় উপনীত করে দুই উপজেলায় নানান উন্নয়ন করা হবে'।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন। জনসভায় ছাত্রদল, যুবদল, মহিলা দল, সেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্র-জনতার উদ্দেশ্যে দোয়া ও মুনাজাত করা হয়। জনসভায় হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন। বিএনপির আগামী দিনের পথচলা ও শেখ হাসিনা সরকারের হত্যা নির্যাতনের বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। আগামী দিনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়) আসনে এটিএম মিজানুর রহমানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

সাবেক ছাত্রনেতা ডাঃ মো. দেলোয়ার হোসেন ও সাবেক যুবদল নেতা শামসুল আলম ব্যাপারী'র সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমির হোসেন বাদল, সমাজ সেবক হাজী মো. আবদুল মতিন, ময়নামতি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান ভূইয়া, আবদুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ বাবুল, মো. শাহ আলম, ইমান আলী, মো. সালাহ উদ্দিন রিপন ঠিকাদার, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর যুবদল নেতা সৈয়দ মো মীর বশির আহম্মেদ, ময়নামতি ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম, সাবেক সাংগঠনিক মাজহারুল হক ভূইয়া স্বপন। তত্ত্বাবধানে ছিলেন মো. মাহাবুব আলম খোকন, মো. বিল্লাল হোসেন, কামাল হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. ইমদাদুল ইসলাম লিটন, মো. রবিউল আউয়াল রুবেল প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,বুড়িচং,বুড়িচং উপজেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close