reporterঅনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর, ২০২৪

আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক আছে। এছাড়া স্বাভাবিক রয়েছে চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি জানান, বুধবার ভারতে গান্ধী জয়ন্তী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি। তাই ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থানার ওসি বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি স্থলবন্দর,আমদানি-রপ্তানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close