ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ধর্মপাশায় ভিমরুলের হুলে প্রথম শ্রেণির ছাত্রের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভিমরুলের কামড়ে আরিয়ান মিয়া (৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা মোঃ রতন মিয়া ছেলে।
জানা যায়, সোমবার (৩০সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ির পাশেই ধর্মপাশা সেলবরষ সড়ক লাগুয়া দোকান থেকে খাবারের জন্য মজা লিনে বাড়িতে যাওয়া সময় সে ভিমরুলের কামড়ের শিকার হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যেতে বলে কর্তব্যরত চিকিৎসক। কিন্তু আরিয়ানকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। আজ (১অক্টোবর) সকালে ব্যাথার যন্ত্রণায় আরিয়ান ছটফট করতে থাকলে বেলা সাড়ে ১০ টার দিকে থাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পর লাশ বাড়িতে নিয়ে গিয়ে দাফনকাফন সম্পন্ন করা হয়।
এতে আরিয়ানের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।গতকালও সে বিদ্যালয়ে উপস্থিত ছিল। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।