মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

  ০১ অক্টোবর, ২০২৪

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগনের মধ্যে ঐক্য ও শান্তি গড়ে তুলতে হবে

সিংগাইরে বিএনপি'র সমাবেশে মঈনুল ইসলাম খান

ছবি : প্রতিদিনের সংবাদ

বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, ভাড়াটিয়া হয়ে জোরপূর্বক কারো জমি দখল করা যাবে না। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগনের মাধ্যে শান্তি গড়ে তুলতে হবে। তবেই জনগণ আগামীতে বিএনপিকে ভোট দিবে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন বিএনপির একাংশের অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে ও চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.তারিকুর রহমান আলালের পরিচালনায় মঈনুল ইসলাম খান শান্ত আরো বলেন, আওয়ামী লীগ নেতারা ৫ আগস্টের পর থেকে দিনে চুপচাপ বাড়িতে থাকে, রাতে আমাদের দলের নেতাদের সাথে যোগাযোগ করে ফায়দা লুটার চেষ্টা করছে। সাধারণ ভোটারদেরকে আমাদের পাশে বসার সুযোগ করে দিতে হবে। কিন্তু আওয়ামী লীগের পদধারী নেতাদের আশ্রয় দেয়া যাবে না।

চেয়ারপারসনের উপদেষ্টা শান্ত বলেন,বিগত ১৫ বছরে সমাবেশ তো দূরের কথা নেতাকর্মীরা আমার সাথে দেখা করতে গেলে পুলিশ দিয়ে হয়রানি করা হতো। কিন্ত প্রতিমাসে মামলার হাজিরা দিতে গেলে আদালতের বারান্দায় দেখা হতো। এতে ঐক্য আরো মজবুত হয়েছে। নতুন প্রজন্মকে বিএনপি'র আদর্শে অনুপ্রাণিত করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট মো.জামিলুর রশিদ খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো.মেজবাউল হক মেজবাহ, জেলা বিএনপি'র সহ-সভাপতি মো.মোতালেব হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.তোফাজ্জল হোসেন, হরিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.শামীম আহমেদ, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফি উদ্দিন আহমেদ, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ, পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আব্দুস সোবহান ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জি.মো.হাবিবুল আলম খান মোহাম্মদ আলী ও সাবেক পৌর কাউন্সিলর মো.আলাউদ্দিন প্রমুখ। সমাবেশে বিএনপির একাংশের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মঈনুল ইসলাম খান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close