রংপুর ব্যুরো

  ০১ অক্টোবর, ২০২৪

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে রংপুর আ.লীগ নেতা তুষার কান্তি

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুর মহানগর আওযামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্বর্ন শিল্পী মোসলেম উদ্দিন মিলন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে রংপুর মেট্রোপলিটান আমলী আদালত ১ এর বিচারক মোঃ সোয়েবুর রহমান এ আদেশ দেন।

এর আগে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ১০ টায় আসামি তুষার কান্তি মন্ডলকে আদালতে তোলা হয়। কোর্ট ইন্সপেক্টর পৃথিশ চন্দ্র সরকার আদালতে বলেন, স্বর্ন শিল্পী মিলন হত্যা মামলায় তুষার কান্তি মন্ডল এজাহার নামীয় আসামি। ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, কারা অস্ত্র ও অর্থ সরবরাহ করেছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের প্রয়োজন বলে তিনি আদালতের কাছে আবেদন করেন। আদালত শুনানি শেষে আসামির ৪ দিনের রিমান্ড মজ্ঞুর করেন। পরে পুলিশি পাহারায় তাকে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় নেয়া হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আ.লীগ নেতা,তুষার কান্তি মন্ডল,আদালত,রিমান্ড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close