সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
সিরাজগঞ্জ সলঙ্গা থানার হাটিকুমরুল ঢাকা মহাসড়কের হোড়গাতী নামক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ সলঙ্গা থানার হাটিকুমরুল ঢাকা মহাসড়কের হোড়গাতী এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. মিনহাজ আলী (৪৫) নামে এক মোটসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ টাঙ্গাইল জেলার আলোকদিয়া গ্রামের মৃত ওমেদ আলী ছেলে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই মো. মতিউর রহমান বলেন, সোমবার নলকা ইউনিয়নের হোড়গাতী গ্রামস্থ নামক স্থানে ঢাকা হতে হাটিকুমরুলের উদ্দেশ্যে সিমেন্ট বোঝাই ডিসটিক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অপরদিকে হাটিকুমরুল হতে নলকার উদ্দেশ্যে মোটরসাইকেল যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেল চালক মো. মিনহাজ আলী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিডিএস/এমএইউ