কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২৪

কালীগঞ্জে বিষাক্ত সাপের দংশনে  প্রাণ গেল গৃহবধূর

ছবি : প্রতিদিনের সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট রায়গ্রামে সাপের দংশনে শিউলি দাস (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে । সে ছোট রায়গ্রামের লিটন দাসের স্ত্রী এবং একই গ্রামের সুকুমার দাসের মেয়ে।

স্থানীয় ও পরিবার থেকে জানা গেছে, সোমবার রাত ২ টার দিকে ঘরের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় একটি বিষাক্ত সাপ শিউল দাসকে দংশন করে । এরপর পরিবারের লোকজন স্থানীয় ওঝা ডেকে ঝাড়-ফুঁক করে। পরে অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । মৃত শিউলি দাস দুই সন্তানের মা।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, মৃতের পরিবারের থেকে এখানো থানায় কোনো তথ্য জানানো হয়নি ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালীগঞ্জ,ঝিনাইদহ,সাপের দংশন,গৃহবধূ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close