ছেলের শাশুড়ির মারপিটে প্রাণ গেল বৃদ্ধের
কিশোরগঞ্জের ইটনায় ছেলের শাশুড়ির চড়-থাপ্পড়ে খোরশেদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত মো. খোরশেদ মিয়া জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা গ্ৰামের মৃত তারা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে খোরশেদ মিয়ার ছেলে ও ছেলের বউয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সোমবার সকালে খোরশেদ মিয়া গ্রামের বাজার থেকে মাছ কিনে বাড়ি ফেরার পথে ছেলের শাশুড়ি স্থানীয় কয়েকজন লোক নিয়ে তার পথ আটকে ঝগড়ার বিষয়ে জানতে চান। এ সময় তাদের মধ্যে তর্কাতকি হয়। খোরশেদ মিয়াকে চড়-থাপ্পড় মারেন তার ছেলের শাশুড়ি। এ ছাড়াও সঙ্গে থাকা লোকজন খোরশেদ মিয়াকে মারপিট করে।
পরে আহত খোরশেদ মিয়া ওয়ারা বাজারে ফিরে গিয়ে তাকে পথ আটকে মারপিটের ঘটনা ইউপি সদস্য রফিকসহ স্থানীয়দের জানান। এ সময় খোরশেদ মিয়া জ্ঞান হারালে স্থানীয়রা উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৭ নম্বর ইউপি সদস্য রফিক মুঠোফোনে বলেন, ‘খোরশেদ মিয়াসহ বাজারের লোকজনের সামনে তাকে মারপিট করার ঘটনা বলতে গিয়ে হঠাৎ চেয়ার থেকে চায়ের কাপসহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা ধরাধরি করে তাকে উপজেলা হাসপাতালে পাঠাই।’
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। খোরশেদ মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’