গাজীপুর প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিক্ষোভের মুখে কর্মকর্তার পদত্যাগ, মহাসড়ক অবরোধ 

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার একটি পোশাক কারখানায় হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক অপত্যাগ করেছেন।

রবিবার দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন আর অ্যাণ্ড জি বিডি গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ করে বিক্ষোভ চলে।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, ভবানীপুর এলাকার আর অ্যাণ্ড জি বিডি গার্মেন্টসে নানা অজুহাতে শ্রমিকদের হয়রানী, নির্যাতন ও চাকরিচ্যুত করার দায়ে কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসানের অপসারণ দাবি করছেন। সেই সঙ্গে হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধিসহ ১২ দফা দাবি কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন। তবে দাবির পক্ষে সাড়া না পেয়ে রবিবার দুপুরে খাবারের বিরতির পর কারখানায় ফিরে কাজে যোগ না দিয়ে ওইসব দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে তারা কারখানার পাশর্^বর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা।

এদিকে খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রমিক অন্দোলনের মুখে ওই কর্মকর্তা পদত্যাগ করলেও শ্রমিকরা অবরোধ প্রত্যাহার না করে বাকি দাবিগুলো মেনে নেওয়ার জন্য মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আর অ্যাণ্ড জি বিডি গার্মেন্টসের কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান স্বেচ্ছায় পদত্যাগ করার কথা শুনেছি। সন্ধ্যা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। বিষয়টি নিয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close