আনিসুর রহমান তালুকদার খোকন এর সাথে শিক্ষকদের পরিচিতি সভা
ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি আনিসুর রহমান তালুকদার খোকন এর সাথে (২৯ সেপ্টেম্বর) রবিবার কলেজ শিক্ষকদের পরিচিতি সভা ও ফুলের শুভেচ্ছা বিনিময় প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোঃ মুজিবুর রহমান স্যার, বিদ্যোৎসাহী সদস্য মোঃ ফজলুল হক বেপারী, কালকিনি বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক মন্ডলীগণ।
এসময় নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন আগামীতে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই।