জয়পুরহাট প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

জয়পুরহাটে ভূমিহীনদের নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবি

জয়পুরহাটে ভূমিহীনদের ওপর নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধনে রাজনগর, হাজরা পুকুরপাড় আদর্শ ভূমিহীন সমিতির সদস্যরা -প্রতিদিনের সংবাদ

জয়পুরহাটে ভূমিহীনদের ওপর নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে রাজনগর, হাজরা পুকুরপাড় আদর্শ ভূমিহীন সমিতির সদস্যরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৃথক মানববন্ধন করে তারা।

এ সময় বক্তব্য দেন ভূমিহীন সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সদস্য সোবাহান, মাসুম হোসেনসহ অন্যরা। এ সময় বক্তারা তাদের সরকারী পুকুরপারে বসবাস করা ভূমিহীনদের ওপর নির্যাতন, হামলা ও মামলার প্রতিবাদ জানিয়ে স্থানীয় নির্যাতনকারী প্রভাবশালীদের নির্যাতন বন্ধ ও বিচারের দাবি জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জয়পুরহাট,ভূমিহীন,প্রতিবাদ ও বিচার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close