জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মানের দাবীতে মানববন্ধন
নোয়াখালী কোম্পানীগঞ্জের ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণ ও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে পুনর্বাসনের দাবীতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
মানববন্ধন থকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণদানকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোঃ ইউনুসকে স্বাগতম জানান এবং নোয়াখালী ফেনী ও কুমিল্লা জেলাকে রক্ষার্থে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের জোর দাবী জানান৷
এসময় কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়াপারসন এর উপদেষ্টা কন্ঠ শিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া, যুক্তরাষ্ট্র ম্যারিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজল৷
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা মোঃ আতিক উল্যাহ, ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী আজম, ইন্টার স্টেট বিএনপির সাধারন সম্পাদক ও সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, হাসান মাহমুদ সহ বিএনপির যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ৷
এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মোরসালীন হোসাইন, শাপলা ডগি স্পোর্টিং ক্লাবের সভাপতি তফিকুল ইসালম তারেক, মুছাপুর শাখা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আলী আহমেদ মাসুদ, বসুরহাট পৌরসভা সাখার সভাপতি হেলাল আহমেদ, চরহাজারী সাখার সাধারণ সম্পাদক মোঃ মামুন ও সমাজ সেবক আবদুল কুদ্দুস ও দেলোয়ার হোসেন এতে উপস্থিত ছিলেন৷