এম এ লিতু, কালীগঞ্জ (ঝিনাইদহ)
শাস্তির বাদিতে থানায় বিক্ষোভ
কালীগঞ্জে চেয়ারম্যান অপু গ্রেপ্তার
বিস্ফোরক মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের কাছে ইউপি চেয়ারম্যান অপু ‘দা বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত। তার গ্রেপ্তারের খবরে সর্বোচ্চ শাস্তির দাবিতে কালীগঞ্জ থানার সামনে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। পরে পুলিশের অনুরোধে ফিরে যায় বিক্ষোভকারীরা।
কালীগঞ্জ থানা সূত্র থেকে জানা গেছে, ইউপি চেয়ারম্যান অপুর বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, শিবির নেতা শামীম হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে।
জানা গেছে, জমি দখল, মামলা দিয়ে হয়রানি, আধিপত্যবিস্তারে যে কাউকে মারধর, নারীর সঙ্গে অবৈধসম্পর্ক ও নির্বাচনে কাউকে প্রার্থী হতে না দেওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে চেয়ারম্যান অপুর বিরুদ্ধে। এ সব কর্মকাণ্ড চালানোর জন্য তিনি নিজস্ব ‘দা বাহিনী’ তৈরী করেন। এ বাহিনীর প্রধান হিসেবে তিনি নিজে ও তার বড় ছেলে শেখ হাসিবুল ইসলাম এর কর্মকাণ্ড পরিচালনা করতেন। ছেলে হাসিবুলের নামে মামলা হওয়ায় তিনি গা-ঢাকা গিয়ে আছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আজিফ জানান, ‘গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান আলি হোসেন অপুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’