সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাজা সহ গ্রেপ্তার ৩

ছবি: প্রতীকি

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাজা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গত শুক্রবার বিকেলে সলঙ্গা থানার রানীনগর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধার থানার বারই পাড়া গ্রামের আতিকুল ইসলাম (৪২), কেতকিবাড়ী গ্রামের লিটন মিয়া (২০) এবং একই গ্রামের জামিল ইসলাম (১৯)।

জানা গেছে, জেলা র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন বিপিএম, পিপিএম দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহয়োগিতায় শুক্রবার বিকেলে জেলার সলঙ্গা থানার রানীনগর গ্রামে সিরাজগঞ্জ পাবনা মহাসড়কের ওপর এক মাদক বিরোধী অভিযান পরিচালানা করেন। এ সময় ৪৮ কেজি গাজা সহ ৩ জনকে গ্রেপ্তার সহ একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার লে. এম আবুল হাশেম সবুজ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জের সলঙ্গা থানা,গাজাসহ,গ্রেপ্তার,র‌্যাব-১২
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close