বেড়া-সাঁথিয়া ও আমতলী প্রতিনিধি
সাঁথিয়ায় জমি বিরোধে যুবক ও আমতলীতে ব্যবসায়ী খুন
পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধ কেন্দ্র করে সলিম মোল্লা (৪০) নামে একজন প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে এ হত্যাকণ্ড ঘটে।
এদিনে বরগুনার আমতলীতে আবুল কাসেম (২৩) এক এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ির পাশে ধানখেতে এ হত্যাকাণ্ড ঘটে।
বেড়া-সাঁথিয়া প্রতিনিধি জানান, হত্যার শিকার সলিম মোল্লা উপজেলা ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে। তাদের সঙ্গে প্রতিবেশী কালাম ও নিজামদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে কালাম ও নিজামরা বিবাদমান সীমানার বাঁশ কাটতে যান। এ সময় সলিম মোল্লা বাধা দিলে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। পরে বাঁশ দিয়ে তার ঘাড়ে পেটালে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কালাম ও নিজামকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন সলিমের পরিবার।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, জমি সংক্রান্ত বিরোধে সলিম নামে একজন খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী প্রতিনিধি জানান, হত্যার শিকার ব্যবসায়ীর আবুল কাসেম উপজেলার গুলিশাখালী ইউপির ২ নম্বর ওয়ার্ডের কলাগাছিয়া গ্রামের মো. নুর উদ্দিন মোল্লার ছেলে। তিনি কলাগাছিয়া বাজারে বিকাশ, ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাড়ির কাছে পৌঁছলে তার ব্যবসার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ধানখেতে ফেলে চলে যায়। পরে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের মামাতো ভাই সাইদুল বলেন, ঘটনার দিন কাশেম পটুয়াখালী ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিল।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’