ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ধামরাইয়ে চটপটি খাওয়া নিয়ে তর্ক, থাপ্পড়ে যুবকের মৃত্যু!

ঢাকার ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে তর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের থাপ্পড়ে মো. মাহাবুব রহমান (৫০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত বজলু রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

বৃস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধামরাই পৌর শহরের আইঙ্গন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মাহাবুব রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত বজলুকে শুক্রবার সকালে কোর্টে পাঠানো হয়।

মাহাবুব পৌরসভার আইঙ্গন স্বর্ণখালী মহল্লার আব্দুল বারেক বেপাড়ীর ছেলে। আটক বজলু রহমান একই এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার মাহমুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইঙ্গন বাজারের চটপটি খাওয়াকে কেন্দ করে মাহাবুব ও বজলুর মধ্যে তর্ক বাঁধে। এর এক পর্যায় বজলু একটি থাপ্পড় দিলে মাহাবুব মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তার মাথায় পানি ঢেলে তাকে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতলের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আহমেদুল হক তিতাস বলেন, ‘মাহবুবকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

জানতে চাইলে ধামরাই থানার এসআই কাউসার মাহমুদ প্রতিদিনের সংবাদকে জানান, ‘চটপটি খাওয়াকে কেন্দ্র করে একজনের মৃত্যু খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য মরদেহের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close