চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পরের দিন বৃদ্ধের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পরের দিন আব্দুল খালেক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারি পাগলা নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ৭০ বছর বয়সী আব্দুল খালেক পিয়ালিমারি এলাকার মৃত আরজেদ আলীর ছেলে। পরিবারের বরাতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানিয়েছেন, আব্দুল খালেক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল খালেক। ঘটনার পরের দিন পিয়ালিমারি ঘাটে ওই বৃদ্ধের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন