প্রতিদিনের সংবাদশেরপুর প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

ঝিনাইগাতী থানার নবাগত ওসি মো. আল আমিনকে বৃহস্পতিবার ফুলেল শুভেচ্ছা জানায় ক্ষুদ্র বণিক সমবায় সমিতি। ছবি: প্রতিদিনের সংবাদ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন। গত বৃহস্পতিবার বিকালে কাঁচা বাজারের শেডঘরে এ সভা হয়।

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি মুখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ওসি।

সমিতি কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরে সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. কামরুল হাসান কামরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ, কার্যনির্বাহী সদস্য মো. নাজমুল হক সম্রাট, মো. লিটন শেখ, মনির আহমেদ, আবুল কালাম, ব্যবসায়ী ছমির আলী মল্লিক প্রমুখ।

পরে ব্যবসায়ীদের পক্ষতে নবাগত ওসি আল আমিনকে ফুলে তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close