শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
হত্যা চেষ্টার মামলা
শিবগঞ্জে এমপি প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যানসহ ২৮ জন আসামি
বগুড়ার শিবগঞ্জে হত্যা চেষ্টার অভিযোগে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বিউটি বেগম, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুলসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অবসর প্রাপ্ত সাব-রেজিস্টার শাহ আলম ছাড়াও অজ্ঞাতানামা আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
গত বুধবার রাতে শিবগঞ্জ ইউনিয়নের জুরি গ্রামের বেলাল শেখ বাদী হয়ে শিবগঞ্জ থানায় এ মামলা করেন। গত ৬ আগস্ট উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের জুরি গ্রামের বেলাল শেখকে হত্যা চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে মারপিটের ঘটনায় এ মামলা হয়।
মামলার অন্যরা আসামিরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রিজুর সহযোগী সৈকত, জেমী, মাসুম আহম্মেদ, মোশারফ, মামুন, কাইয়ুম (অনিক), শিপন, রাব্বী, মামুন, ফাইনুর ইসলাম, জুলফিকার আলী, শহিদুল ইসলাম বাবু, বোরহান আলী মোহন, শাহিনুর রহমান, শাকিল, হেলাল কাজী, ইমাম মন্ডল, মহরম আলী, মুন্না, সাজিদ ইসলাম, মিসকাত, জহুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, ইকবাল হোসেন মন্ডল।
বাদী বেলাল শেখ বলেন, ‘অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর নিয়ে ৬ আগস্ট এলাকার লোকজন আলোচনা করছিল। এ সময় আমি স্বৈরাচার হাসিনা সরকারের আমলে নির্বাচনে যারা অংশগ্রহন করেছে তারা জাতীয় বেঈমান বলার কারণে দুপুরের দিকে গুজিয়া বাজার এলাকায় আসামিরা রাম দা, হাসুয়া, রডসহ ধারালো অস্ত্র দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বেধরক মারপিট করে। আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় প্রায় দেড় মাস যাবৎ আমি হাসপাতালে চিকিৎসা নিই।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান সাংবাদিকদের বলেন, ‘হত্যার উদ্দেশ্যে বেলাল শেখকে মারপিটের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’