টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ঘুরতে যাওয়ার কথা বলে সন্তানকে হত্যা, লাশ কাশবনে ফেলে যান বাবা

নিখোঁজের পাঁচ দিন পর রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় কাশবন থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় বাবাকে গ্র্রেপ্তার করেছে পুলিশ। ঘুরতে যাওয়া কথা বলে ছেলে আব্দুর রহমান মুছাকে (১১) হত্যার পর সেখানে ফেলে যান তার বাবা মহিউদ্দিন।

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মো. আলমগীর হোসেন। গ্রেপ্তার মহিউদ্দিন মাদারীপুরের শিবচর থানার দত্তপাড়া ডুয়াটি গ্রামের বাসিন্দা। মহিউদ্দিন ও শরিফুন নেছার প্রায় ১৬ বছরের সংসরের সন্তান ছিল মুছা।

এর আগে শনিবার নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন মুছার মা শরিফুন নেছা। তারপর থেকেই পুলিশের একটি দল শিশুটির সন্ধানে নামে। পুলিশ জানান, হত্যার শিকার মুছা টঙ্গীর গোপালপুর এলাকায় পান্নু খানের ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করত। সে ওই এলাকার হলি ক্রিসেন্ট হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।

জিএমপির উপকমিশনার জানান, শনিবার বিকালে ছেলে মুছাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান বাবা মহিউদ্দিন। কিছুক্ষণ পর রাজধানীর দিয়াবাড়ি এলাকার একটি কাশবনে নিয়ে যায় শিশুটিকে। সেখানে তাকে গলাটিপে হত্যার পর কাশবনের ভেতরে লাশটি ফেলে বাসায় চলে আসেন তিনি। বাসায় ফিরে মুছা হারিয়ে গেছে বলে সবাইকে জানিয়ে দেন তিনি। একপর্যায়ে মহিউদ্দিন ওই বাসা ছেড়ে ফরিদপুরে চলে যান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close