ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্রহত্যা মামলা আশুগঞ্জের এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলাইমান সেকান্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোলাইমান সেকান্দর উপজেলার তালশহর গ্রামের বাসিন্দা ও তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি চেয়ারম্যান সোলাইমান সেকান্দরের বিরুদ্ধে ২০২১ সালে মাদরাসা শিক্ষার্থী হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রয়েছে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের আন্দোলনে ওই হত্যাকাণ্ড চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান সোলাইমান সেকান্দরের বিরুদ্ধে আশুগঞ্জ ও সদর থানায় হত্যা এবং নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চেয়ারম্যান গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close