গাইবান্ধা ও সখীপুর প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্টে গাইবান্ধায় দম্পতি, সখীপুরে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডল বাজার সংলগ্ন উত্তর রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বিধান চন্দ্র (৩৪) ও তার স্ত্রী কমলি রাণী (২৯)।
এদিকে টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কাহারতা গ্রামে তার বোনের বাড়িতে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গতকাল সকালে অটোরিকশা চার্জের জন্য সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তারে হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হন বিধান চন্দ্র দাস। এ সময় তার স্ত্রী কমলি রাণী এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনে মারা যান।
রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধান চন্দ্র ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সখীপুর প্রতিনিধি জানান, উপজেলার কাহারতা গ্রামে বোনের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যাংক কর্মকর্তা রায়হান শিপন (৩৮) একই উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মো. নূরু মিয়ার ছেলে। তিনি এবি ব্যাংক সখীপুর উপশাখার সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, গত বুধবার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান রায়হান। বৃহস্পতিবার সকালে পাম্প চালু করার সময় অসাবধানতায় সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রায়হান শিপনকে মৃত ঘোষণা করেন।