জি এম মনিরুজ্জামান, শ্যামনগর (সাতক্ষীরা)
শ্যামনগরে যুবদের জলবায়ু ধর্মঘট
সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন রোধ ও টেকসই পরিবেশের দাবিতে জলবায়ু ধর্মঘট (ক্লাইমেট স্ট্রাইক) হয়েছে।
বৃহস্পতিবার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী ওয়াপদা বেড়িবাঁধের ভাঙনকূলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃষ্টির মধ্যেই অর্ধশতাধিক যুব ও স্থানীয় জনগোষ্ঠী এতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ডে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি তুলে ধরা হয়।
বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর সহায়তায় এবং বনজীবী ইয়ুথ টিম ও উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন বনজীবী ইয়ুথ টিমের সভাপতি মো. শামীম হোসেন।
স্থানীয় সমাজকর্মী মো. বুলবুল হৃদয় তার বক্তব্যে জীবাশ্ম জ্বালানির কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নারী বনজীবী শেফালী বিবি জলবায়ু পরিবর্তনের ফলে বনজীবীদের জীবন-জীবিকার ওপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে উল্লেখ করেন।