মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা ও মেয়ে নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ৮টার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ধলেশ্বরী নদীর বায়রা খেয়াঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দদের সহযোগীতা ফায়ার সর্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন। এর আগে, বুধবার সকালে নদীর বারাহিরচর খেয়াঘাটে স্কুল পড়ুয়া রাফা আক্তার সাঁতার শিখতে গিয়ে ডুবে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুর রহমানসহ মেয়ে রাফা আক্তার পানিতে ডুবে নিখোঁজ হন।
নিহতরা হলেন, মহিদুর রহমান (৫০) ও তার মেয়ে রাফা আক্তার (১১)।
স্থানীয় বায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য শাহ জাহান জানান, বাবা-মেয়ে নিখোঁজের পর ফায়ার সার্ভিস, ডুবুরির পাশাপাশি স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন। কিন্তু বুধবার সন্ধা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার সকালে মাছ ধার বরশি দিয়ে উদ্ধার অভিযানে নামে স্থানীয়রা। পরে বারাহিরচর খেয়াঘাটে অদূরে বায়রা খেয়াঘাট এলাকা মাছ ধরার বরশিতে মহিদুর রহমান ও মেয়ে রাফার মরদেহ আটকে পড়ে। পরে স্থানীয়দের সার্বিক সহযোগীতা ফায়ার সর্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন।
আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দলের প্রধান দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বারাহিরচর খেয়াঘাটে অদূরে বায়রা খেয়াঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।