reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত ৩

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সংঘর্ষ ও অগ্নিসংযোগের জেরে রাতে জেলা সদরে সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের প্রাণহানি ও ৯ জন খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, গতরাতে জেলা সদরের নারায়ণখাইয়া এলাকা গুলির শব্দে কেঁপে উঠে। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ কয়েকজনকে আহতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে জুনান ও রুবেল নামে দুইজনের মৃত্যু হয়। অন্যদিকে দীঘিনালা থেকে আহত অবস্থায় আনা ধনঞ্জয়েরও মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া পিটিয়ে হত্যার ঘটনার বিচারের দাবিতে গতকাল দীঘিনালায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ৮০টির মতো দোকান ও বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর জেরে জেলার বিভিন্নস্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,দীঘিনালা,পাল্টাপাল্টি হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close