মুকসুদপুরে কবি গাজী লতিফ স্মরণে সাহিত্য আড্ডা
গোপালগঞ্জের মুকসুদপুরে কবি গাজী লতিফ স্মরণে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুরের প্রভাকরদী স্নেহলতা নীড়ে ছোটকাগজ ‘ব্যাটিংজোন’ এবং ‘শশী’ আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করে।
ব্যাটিংজোন ও শশী উপদেষ্টা অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেজড়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মুকসুদপুর পাইলট বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার বিশ্বাস, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মো. ইমরুল হাসান।
আরো পড়ুন : উনসত্তুরের ঙ
স্বাগত বক্তব্য দেন শশী পত্রিকার সম্পাদক গল্পকার সনোজ কুন্ডু লিটু। ব্যাটিংজোন সম্পাদক কবি মাহফুজ রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন কবি খায়রুল বাকী শরীফ, সাংবাদিক শরিফুল রোমান, সাংস্কৃতিক সংগঠক রিপন কুণ্ডু, কবি নজরুল ইসলাম ইস্তাম, কবি মো. জাকির হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সনোজ কুণ্ডু লিটুর সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন মো. নজরুল ইসলাম, মাহফুজ রিপন, ইমরুল হাসান, খায়রুল বাকী শরীফ, জাকির হোসেন, সাকির আহম্মেদ কামাল মিঞা, জোতি চক্রবর্তী, মো. রবিউল ইসলাম প্রমুখ।
পিডিএসও/হেলাল