সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০২৪

যমুনার মাটি কেটে বিক্রি, এক জনের কারাদণ্ড  

ছবি: প্রতীকী

সিরাজগঞ্জের কাজিপুরে চরাঞ্চলে মনসুরনগর ইউনিয়নের শালদহে যমুনা নদীর তীর থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্ধদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার যন্ত্র ৩টি কাটার পিলার ও ৬টি মহেন্দ্র ট্রাক জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জহুরুল ইসলাম (৪২) কাজিপুরের সীমান্তঘেঁষা জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর সরিষাবাড়ি গ্রামের বাসিন্দা।

গতকাল বুধবার বিকেলে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার এই অভিযান চালান। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে এই দণ্ড প্রদান করা হয়েছে। জব্দ করা হয়েছে ও মাটি কাটার যন্ত্র। অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,কাজিপুর,অভিযান,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close