কুষ্টিয়া প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০২৪

কুষ্টিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার পদ্মায় বিলীন

ছবি : প্রতিদিনের সংবাদ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের একটি টাওয়ার।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাওয়ারটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে নদীতে বিলিন হয়ে যায়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ঈশ^রদী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঝুঁকি বিবেচনায় সপ্তাহখানিক আগে থেকেই ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। টাওয়ারটি পদ্মায় বিলীন হওয়ার পরও বিদ্যুৎ সঞ্চালনে কোনো অসুবিধা হচ্ছে না। এর আগে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এখন বিকল্প হিসেবে ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এদিকে পদ্মার ভাঙনে কুষ্টিয়া সদর, ভেড়ামারা ও মিরপুর উপজেলার কয়েকশ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকীর মুখে পড়েছে বসতবাড়ি, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কও।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close