reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মদনে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

ছবি: প্রতীকী

নেত্রকোনার মদনে বিদ্যুৎস্পর্শে সবুজ মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঘরে ছেড়া তারে বিদ্যুৎতায়িত হন তিনি। সবুজ মিয়া উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের মৃত আসন আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সবুজ মিয়া বসতঘরে বিদ্যুতের ছেড়া তার গুছিয়ে রাখতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরিবারের লোকজন সবুজ মিয়াকে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি মাহমুদুল হক জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনা,মদন,বিদ্যুৎস্পর্শ,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close