বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০২৪

দিনাজপুরের বিরামপুর

রোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগ নার্সের বিরুদ্ধে 

ছবি: প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না দিয়ে অসদাচরণের লিখিত অভিযোগ পাওয়া গেছে নূরজাহান বেগম নামের এক নার্সের বিরুদ্ধে। মো. সাইদুল ইসলাম বাবু নামের এক ভুক্তভোগী শিশুর বাবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর গত মঙ্গলবার দুপুরে এই লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত নূরজাহান বেগম বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্ট্যাফ নার্স হিসাবে কর্মরত রয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাতে মেয়ে মোছা. নাফিসা ইসলাম (৬) এর পেটের ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওইখানে চিকিৎসকদের পরামর্শে মেয়েকে হাসপাতালে ভর্তি করেন বাবা সাইদুল ইসলাম বাবু। চিকিৎসাধীন থাকা অবস্থায় নার্স নূরজাহান বেগম শিশু নাফিসার হাতে অমানবিক ভাবে ইনজেকশন পুশ করার কারণে মেয়ে নার্স কে দেখলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরের দিনও ওই নার্স ইনজেকশন দিতে এলে শিশুর মা কায়মুন্নাহার মেয়ের হাতে ধিরস্থির ভাবে ইনজেকশন পুশ করতে অনুরোধ করেন। এসময় ওই নার্স রাগান্বিত হয়ে শিশুর মাকে অশালীন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। হাসপাতালের অনেক রোগীর সামনে অপমানিত করেন। অসহনীয় ভাবে ইনজেকশন পুশ করার কারণে শিশু নাফিসার ক্যানোলা খুলে যায়। তখনও ইনজেকশনের পুশ করাতে থাকে। সেই ঔষুধ মেয়ের ভ্যানে না গিয়ে হাতের মাংসের মধ্যে ঢুকে যায়। পরে হাত অসম্ভব রূপে ফুলে যায়। পরে ঘটনাটি মুঠোফোনে শিশুর মা শিশুর বাবাকে জানালে, শিশুর বাবা ওইখানে গিয়ে ঘটনা ঘটানোর কারণ জানতে চাইলে তিনি, আরো রাগান্বিত হয়ে বলেন ‘তুমি কে, তোমাকে কেন কৈফিয়ত দিতে হবে, তোমার নিকট থেকে আমাকে শিখতে হবে’। নানা ভাবে অশোভন আচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। শিশুর বাবাকে রোগি নিয়ে বের হয়ে যাওয়ার হুংকার দেন।


  • মেয়ের হাতে ধিরস্থির ভাবে ইনজেকশন পুশ করার অনুরোধ করায় নার্স শিশুর মাকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ
  • লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা

এদিকে জানতে চাইলে নার্স নুরজাহান বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওইদিন এরকম কোনো অসদাচরণের ঘটনা ঘটেনি। আমি শিশুটিকে স্বাভাবিক ভাবেই ইনজেকশন পুশ করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, সুবিচারের একটি আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসূল রাখি জানান, নার্স নূরজাহান বোগমের বিরুদ্ধে রোগীর সঙ্গে অসদাচরণ করেছে বলে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুরের বিরামপু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,অসদাচরণ,নার্সের বিরুদ্ধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close