বেরোবি প্রতিনিধি
ভিসি নিয়োগ দাবিতে উত্তর বঙ্গ ব্লুকেট কর্মসূচিতে বেরোবি শিক্ষার্থীরা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে উত্তর বঙ্গ ব্লুকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। নগরীর মর্ডান মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
গতকাল সোমবার বেলা ১২ টায় শুরু হয়ে বেলা দুইটা নাগাদ উত্তরবঙ্গ ব্লুকেড কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা ভিসি নিয়োগের কঠোর হুঁশিয়ারি দিয়ে উত্তরবঙ্গ ব¬কের কর্মসূচি অব্যাহতি ঘোষণা করেন। একই সাথে তারা অতি দ্রুত ভিসি নিয়োগ না দেওয়া হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন।
আন্দোলকারীরা জানায়, অন্তর্র্বতীকালীন সরকারের শপথ নেয়ার ১ মাস পেরিয়ে গেলেও এখনো ভিসি নিয়োগ দেয়া হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। যার ফলে অভিভাবক শূন্যহীনতায় ক্যাম্পাসের সকল কার্যক্রম স্থগির হয়ে পড়েছে। সেই সাথে তীব্র সেশন জোটের আশঙ্কায় দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের যোগ দেওয়া ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহিন তাসদীদ আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মহানায়ক আবু সাঈদের বিশ্ববিদ্যালয় উচিত ছিল সর্বপ্রথম ভিসি নিয়োগ দেওয়া। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিলেও, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখনো ভিসি নিয়োগ না দিয়ে আমাদের সাথে বৈষম্য করেছে। আমরা চাই অতি দ্রুত ভিসি নিয়োগ দিয়ে ক্যাম্পাসের সব সংকট নিরসন করা হোক।
এ সময় আন্দোলনকারীরা বলেন, এই কর্মসূচির পরেও অতিদ্রুত ভিসি নিয়োগ না দেওয়া হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, এর পূর্বে ভিসি নিয়োগের দাবিতে পাঁচ দিনের কর্মসূচি এবং ৪৮ ঘণ্টা কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।পিডিএস/জেডকে