মানিকগঞ্জ প্রতিনিধি
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান সারজিস আলমের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন,আন্দোলন সংগ্রাম অনেক হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে হবে এবং পড়ার প্রতি মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার হচ্ছে ও রাস্ট্র কাঠামো গঠন করতে হবে। প্রতিটি সেক্টরে মেধাবীর প্রয়োজন রয়েছে। কারণ দেশের বাইরের মেধাবী লোকজন এসে চাকুরি করছে। আর আমাদের দেশের টাকা নিয়ে যাচ্ছে তারা। এতে করে আমাদের রাজস্ব ঘাটতি হচ্ছে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং যোগত্যা দিয়ে দেশের জন্য কাজ করতে হবে।
রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরো বলেন, একটা সফল অভ্যুত্থান ঘটিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমরা যখন রাষ্ট্রকে গঠন করতে যাব, তখন আমাদের মানসম্মত মেধা দরকার। আর সে মেধার জন্য পড়াশোনার বিকল্প নেই। দেশ গঠন করতে হলে প্রতিটি ক্ষেত্রে মেধা সম্পন্ন মানুষ লাগবে।
সারজিস বলেন,শিক্ষার্থীদে নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। বয়স্কদের সাথে আমাদের মতের মিল না থাকতে পারে কিন্তু তাঁদের প্রতি সন্মান ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। এতো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা,যদি রক্ষা করতে না পারি। তবে ইতিহাস আমাদের কোন দিন ক্ষমা করবে না। তবে দেশের আবার যদি কোন রাজনৈতিকদল স্বৈরাচারী কাজ করতে চায়। তাহলে প্রয়োজনে আবার আন্দোলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হবে। তারজন্য আমরা সব সময় প্রস্তুত থাকবো।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল্লা সালেহিন নয়ন, সামিয়া মাসুদ মুমু, মবাশ্বিরু জামান হাসান মৃধা, মেহেরাব হোসেন সিফাত, মুহাম্মদ হৃদয় হোসেন, আদিনা খান. খোন্দকার রায়হা, কাজী ইসমাইল হোসেন রুদ্র ও কাজী জুবায়ের উপস্থিত ছিলেন।