গাজীপুর প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০২৪

কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে বিগবস কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতি ৫৫ কোটি টাকা

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের কাশিমপুর সারাবো এলাকায় বহিরাগতদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বিগবস করপোরেশন লিমিটেড কারখানার ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার সিনিয়র ম্যানেজার এডমিন এম এম হাবিবুর রহমান বাদি হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডিজিতে উল্লেখ করা হয়, বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা তিন থেকে চার হাজার দুস্কৃতিকারী অ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিগবস কর্পোরেশন লিমিটেড, বিগবস ওয়াসিং, এপটেক ক্যাসুয়ার লিমিটেড, সালিনা ফ্যাশন লিমিটেডসহ এসব প্রতিষ্ঠানের ফ্যাক্টরির গোডাউনের মেইন গেট ভেঙে ভিতরে ঢুকে সিকিউরিটি গার্ডদের বেধড়ক মারধর করে। তখন তাদের বিরত করার জন্য ফ্যাক্টরির কর্মকর্তা ও শ্রমিকরা চেষ্টা করলে প্রায় ফ্যাক্টরির ২৫ জনকে এলোপাথারী মারপিট করে আহত করে। বর্তমানে তার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।

হামলার একপর্যায়ে ব্যাপক ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে গোডাউনে থাকা ফেব্রিক্স, কেমিক্যাল, কাটুন, প্লাস্টিক হ্যাংগারসহ চলমান বায়ারের আরো অন্যান্য মালামাল ও ১টি স্টাফ বাস পুড়িয়ে দেয়। যাতে আনুমানিক ৫৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুরে বিগবস কারখানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close