শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
মহিমাগঞ্জ রেলস্টেশন
গোবিন্দগঞ্জে যাত্রাবিরতির দাবিতে দুটি ট্রেন আটকে রাখল লোকজন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। গত বুধবার এই অরোধে ঢাকা থেকে বুড়িমারিগামী বুড়িমারী এক্সপ্রেস ও রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন দুটি আটকে পড়ে।
দুটি ট্রেন পাশাপাশি আটকে রেখে আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক আবু তাহের, রবিউল ইসলাম খাজা, মোনারুল ইসলাম, জিওন রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও স্থানীয় লোকজন।
এদিকে অবরোধে আটকা পড়া ট্রেন যাত্রীদের মধ্যে ঠান্ডা পানি ও শুকনো খাবার সরবরাহ করেন আন্দোলনকারীরা। এ ছাড়া জরুরি রোগীর স্বাস্থ্যসেবার জন্য কয়েকজন চিকিৎসকও তৈরি রাখা হয় স্টেশনে। এতে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্যতিক্রমী আন্দোলনের রূপ মহিমাগঞ্জের অবরোধ। ট্রেন আটকার খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ এসে জনতাকে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে অনুরোধ করেন। এর আগেই বোনারপাড়া রেলওয়ে থানা থেকে একদল রেলপুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মহিমাগঞ্জ রেল স্টেশনে এসে অবস্থান নেন।
মহিমাগঞ্জ রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, বুধবার দুপুর থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে খ- খ- মিছিল নিয়ে স্টেশনে জড়ো হতে থাকেন। বিকেল প্রায় ৫টার দিকে কয়েকশ মানুষ ঢাকা থেকে বুড়িমারিগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ইউএনও মো. রাসেল মিয়া স্টেশনে পৌঁছান। এ সময় তিনি ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। এরই মধ্যে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি এলে মহিমাগঞ্জ স্টেশনে সেটিও আটকা পড়ে।