চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে অস্ত্র জমা দেননি ইউপি চেয়ারম্যান মোশারফ
অন্তবর্তী সরকার নির্ধারিত সময়ে কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭টি লাইসেন্সকৃত আগ্নোস্ত্রের মধ্যে ১৬টি জমা পড়েছে। তবে বুধবার পর্যন্ত উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোশারফ হোসেন তার ব্যবহৃত অস্ত্রটি (পিস্তল) জমা দেননি বলে থানা সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী, ৩ সেপ্টম্বর রাত ১২টা পর্যন্ত বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কাশিনগর ইউপি মোশারফ হোসেন এখনো তার হেফাজতে থাকা অস্ত্রটি জমা দিতে আসেননি। অনেকবার বিভিন্ন লোকমারফ ও থানা-পুলিশ তার বাড়ি গিয়ে বলে আসার পরেও তিনি অস্ত্র জমা দেননি। এখন নিয়ম অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অস্ত্র জমা না দেওয়ার বিষয়ে জানতে বুধবার সকালে কাশিনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।